এক নজরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বোদা উপজেলা কার্যালয়ের পরিচিতি ও কার্যক্রম
০১। পটভুমি ঃ বোদা উপজেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের প্রবেশ পথ। এ উপজেলা এলাকা ১৫১৩ খ্রিস্টাব্দের পূর্বে কামরুপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৫১৩ খ্রিস্টাব্দের পরে কোচ বিহার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে এ এলাকায় কোচ বিহার রাজ্য অন্তর্ভুক্ত হয়। সেই থেকে ১৯৪৭ সালে পাকিস্থান রাস্ট্র প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এ এলাকা কখনও স্বাধীন অথবা কখনও করদ-মিত্র রাজ্য হিসেবে কোচ বিহার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কথিত আছে দেবী সতী দেহ ত্যাগ করলে তাঁর দেহাবশেষ তদানিন্তন ভারত উপ-মহাদেশের ৫১ টি স্থানে পতিত হয়। দেহের অংশগুলি যেস্থানে পতিত হয় সেগুলি এক একটি পীঠস্থান হিসেবে পরিচিতি হয়। সতীর বাম পায়ের একটি অংশ বদেশ্বরী নামক স্থানে পতিত হয়। কোচ রাজা প্রাণ নারয়ন সেখানে বদেশ্বরী মন্দির নির্মান করেন। বদেশ্বরী নাম থেকে কালক্রমে এ এলাকার নাম হয় বোদা। বৃটিশ শাসনামলে বোদা থানায় রুপান্তরিত হয় এবং ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত হয়। অত্র উপজেলার পূর্বে দেবীগঞ্জ উপজেলা,পশ্চিমে আটোয়ারী উপজেলা, উত্তরে পঞ্চগড় সদর.এবং দক্ষিণে ঠাকুরগাঁও সদর উপজেলা অবস্থিত।
০২। আয়তন ঃ ৩৪৯৪৭ বর্গ কিঃ মিঃ
০৩। জনসংখ্যা ঃ ২,২০,৩৯৮ জন (২০১১ সনের আদম শুমারী অনুযায়ী
০৪। ঘনত্ব ঃ ৬৩১ জন (প্রতি বর্গ কিঃ মিঃ )
০৫। নির্বাচনী এলাকা ঃ ২- পঞ্চগড়-২
০৬। থানা/ইউনিয়ন/পৌরসভা ঃ ০১টি থানা ১০ টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা ।
০৭। সরকারী হাসপাতাল ঃ ০১ একটি
০৮। মৌজা ঃ ১৫৬ টি
০৯। স্বাস্থ্য কেন্দ্র/ ক্লিনিক ঃ ২টি,২৩ টি কমিউনিটি ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক ২ টি।
১০। পোষ্ট অফিস ঃ ১টি
১১। নদ-নদী ঃ ১১টি
১২। হাট-বাজার ঃ ৩৮ টি
১৩। ব্যাংক ঃ ০৬ টি
১৪। অফিস প্রতিষ্ঠার তারিখ ঃ ১লা জুলাই ১৯৯৭ খ্রিঃ।
১৫। জনবল কাঠামো ঃ
ক্রঃ নং পদের নাম অনুমোদিত পদের সংখ্যা কর্মরত পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা মন্তব্য
০১ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ০১ ০১ -
০২ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ০৩ ০২ ০১
০৩ ক্যাশিয়ার ০১ ০১ -
০৪ অফিস সহঃ কাম কম্পিঃ মুদ্রাক্ষরিক ০১ ০ ০১
০৫ অফিস সহায়ক ০১ ০১ -
চলমান পাতা - ২
পাতা - ২
১৬। বাস্তবায়িত কর্মসূচী/প্রকল্প ঃ
ক) প্রশিক্ষণ ( প্রতিষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক/জেলা এবং উপজেলা পর্যায়ে)।
খ) ঋণ (পরিবার ভিত্তিক , আতœকর্মসংস্থান এবং উত্তরবঙ্গ প্রকল্প) ।
গ) যুব উন্নœ্য়ন অধিদপ্তর ও বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসুচি ভিত্তিক নেটওয়ার্কি জোরদারকরণ প্রকল্প ।
ঘ) যুব সংগঠন নিবন্ধনভূক্ত করণ ।
ঙ) “উত্তরবঙ্গের ০৭ টি জেলার বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থনের সুযোগ সৃষ্টি” প্রকল্প ।
১৭। কর্ম এলাকা ঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলার পৌরসভাসহ ১০(দশ)টি ইউনিয়ন।
১৮। প্রশিক্ষণ (ভ্রাম্যমান) অর্থবছর ২০২১-২০২২ ঃ----+-----=৪২০ জন ঃ ত্রুমপুঞ্জিত ৩২৮৬+৩৬২৪= ৬৯১০ জন।
১৯। আতœকর্মী অর্থবছর ঃ ২০+৫২=৭২জন ঃ ত্রুমপুঞ্জিতঃ ২৩৫১+১৬০৩= ৩৯৫৪ জন।
২০। নিবন্ধনভূক্ত যুব সংগঠন ঃ ১০(দশ)টি
২১। নেটওয়ার্কিং জোরদারকরণ প্রকল্প ভুক্ত যু ব সংগঠন ঃ ২(দুই)টি দেশ এবং পল্লী সাহিত্য সংন্থা,বোদা,পঞ্চগড়
২২। ঋণ সংক্রান্ত তথ্য ঃ ঃ
ক) পরিবার ভিত্তিক
* প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত তহবিল ঃ ৯০,০০,০০০/-
* ঘূর্ণামান তহবিল থেকে ঋণ বিতরণ অর্থবছর ঃ ৪,৮০,০০০/- ত্রুমপুঞ্জিত ঃ ৩,৪৮,৭৮,৫০০/-
* ঋণ বিতরণের সংখ্যা অর্থবছর ঃ ৪০ জন। ত্রুমপুঞ্জিত ঃ ৪৬৪০জন ।
* আদায়যোগ্য ঋণ অর্থবছর ঃ ৮,৪৪,১৬০/- ত্রুমপুঞ্জিত ঃ ৩,৪০,১৭,০৬০/-
* আদায়কৃত ঋণ অর্থবছর ঃ ৮,৪৪,১৬০/- ত্রুমপুঞ্জিত ঃ ৩,৩২,৬১,৯৭৭/-
*ঋণ আদায়ের হার অর্থবছর ঃ ১০০% ত্রুমপুঞ্জিত ঃ ৯৭.৭৮%
*খেলাপী ঋণ অর্থবছর ঃ নাই, ত্রুমপুঞ্জিত ঃ ৭,৫৫,০৮৩/-
খ) আতœকর্মসংস্থান
* প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত তহবিল ত্রুমপুঞ্জিত ঃ ২১,৭১৮০০/-
* ঘূর্ণামান তহবিল থেকে ঋণ বিতরণ অর্থবছর ঃ ১০,৪০,০০০/- ত্রুমপুঞ্জিত ঃ ১,৩৭,০৮,০০০ /-
* ঋণ বিতরণের সংখ্যা অর্থবছর ঃ ২২জন ত্রুমপুঞ্জিত ঃ ৫০১ জন।
* আদায়যোগ্য ঋণ অর্থবছর ঃ ১০,৭৮০৫০/- ত্রুমপুঞ্জিত ঃ ১,২১,৬১,৩৫০/-
* আদায়কৃত ঋণ অর্থবছর ঃ ১০,০৪০৯০/- ত্রুমপুঞ্জিত ঃ ১,১১,৪৯,১৮০/-
*ঋণ আদায়ের হার অর্থবছর ঃ ৯৩% ত্রুমপুঞ্জিত ঃ ৯১.৬৭%
*খেলাপী ঋণ অর্থবছর ঃ নাই, ত্রুমপুঞ্জিত ঃ ৯,০৫,৯৭০/-
গ) উত্তরবঙ্গ প্রকল্প
* প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত তহবিল ঃ ১,১৯,১২,৬২৯/৫৫
* ঘূর্ণামান তহবিল থেকে ঋণ বিতরণ অর্থবছর ঃ নাই, ত্রুমপুঞ্জিত ঃ ৪১,৬৫,০০০/-
* ঋণ বিতরণের সংখ্যা অর্থবছর ঃ নাই, ত্রুমপুঞ্জিত ঃ ১৩৬ জন।
* আদায়যোগ্য ঋণ অর্থবছর ঃ ২০৮৭৫০/- ত্রুমপুঞ্জিত ঃ ৩৯,২২,৫০০/-
* আদায়কৃত ঋণ অর্থবছর ঃ ২০৩৭৫০/- ত্রুমপুঞ্জিত ঃ৩৯১৭৫০০/-
* ঋণ আদায়ের হার অর্থবছর ঃ ৯৭.৬% ত্রুমপুঞ্জিত ঃ ৯৯.৮৭%
* খেলাপী ঋণ অর্থবছর ঃ নাই, ত্রুমপুঞ্জিত ঃ নাই।
২৩। বিদ্যমান সমস্যা অর্থবছর ঃ ক) জনবল সমস্যা । খ) যানবাহন সমস্যা।
(দ্রষ্টব্য ঃ প্রদত্ত তথ্যাদি (৩১ জনুয়ারী ২০২১ খ্রিঃ পর্যন্ত)
মোঃ লুৎফর রহমান
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
যুব উন্নয়ন অধিদপ্তর
বোদা,পঞ্চগড়।